Apan Desh | আপন দেশ
cardeals
Header Advertisement
Shopno
Header Advertisement
Header Advertisement
শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে শেষ বিদায় জানিয়েছেন  হাজার হাজার লোকজন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট মধ্যপাড়া এলাকার শিশু সাজিদের বাবার বাড়ির পাশের একটি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাড়ির পাশের নেককিরি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙ্গিতে। হাজারো কণ্ঠ দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। একই সঙ্গে তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন এমন দোয়াও সবাই করেছেন। জানাজায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Header Advertisement
Header Advertisement