বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত
আন্ডার-১৯ এশিয়া কাপে দারুণ এক ইনিংস খেলেছেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। থেমেছেন ৯৫ বলে ১৭১ রান করে।
শুক্রবার (১২ ডিসেম্বর) এই ইনিংস খেলেছেন তিনি।
ইনিংসে ১২টি ছক্কা মারেন বৈভব। এটি যুব এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল আফগানিস্তানের দারউইশ রাসুলির। তিনি ২০১৭ সালে ১০টি ছক্কা মেরেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে দিলেন অনায়াসে।
ইনিংসের শুরুতে বৈভব কিছুটা সাবধান ছিলেন। ইউএই বোলার আলি আসগারের একটি ওভারে তিনি টানা পাঁচটি ডট বল খেলেন। মনে হচ্ছিল তিনি ছন্দ খুঁজছেন। কিন্তু ওভারের শেষ বলটি বাউন্ডারিতে পাঠিয়েই তিনি আক্রমণের ইঙ্গিত দেন। এরপর আর থামেননি।
চতুর্থ ওভারে তিনি শামসকে দুটি ছক্কা আর একটি চার মারেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের রান রেট সবসময় ছয়ের ওপরে ছিল। অপর প্রান্তে আয়ুশ মাত্রে আউট হলেও তা দলের ওপর কোনো চাপ ফেলতে পারেনি। বৈভব নিজের ইনিংস দিয়ে সেই সময়টুকুও সামলে নেন।
আরও পড়ুন : ধর্ষণ মামলায় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগপত্র
যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল যুব ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটাও বুঝি ভেঙে দেবেন। ২০০২ সালে অজিঙ্কা রাহানে ১৭৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে রেকর্ডটা গড়েছিলেন। তবে তার ৬ রান আগেই থামতে হয় বৈভবকে। তবে সেই রেকর্ডটা না ভাঙা হলেও যুব ওয়ানডের সেরা ১০ এ উঠে এসেছে তার এই ইনিংস।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































