Apan Desh | আপন দেশ

আবু সাঈদের জন্মবার্ষিকীতে বেরোবি ছাত্রদলের খাবার বিতরণ 

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ১১ ডিসেম্বর ২০২৫

আবু সাঈদের জন্মবার্ষিকীতে বেরোবি ছাত্রদলের খাবার বিতরণ 

ছবি: আপন দেশ

শহীদ আবু সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আজ আমরা এক বিশেষ মানুষকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ, সংগ্রাম ও স্মৃতি আমাদের হৃদয়ে অমর হয়ে আছে। শহীদ আবু সাঈদ সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা ও সাহসের প্রতীক। আমরা তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি। 

আরও পড়ুন<<>>রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল ৩ শিক্ষার্থীর 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়