ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকরা পরাজিত হয়েছে ২-১ গোলে। এ হারে কোচ জাবি আলোনসোর হতাশা আরও বাড়লো। কারণ, ম্যাচের আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সিটির কাছে হারলেই বরখাস্ত হবেন আলোনসো!
সিটির হয়ে গোল দুটি করেছেন নিকো ও’রিলি ও আর্লিং হলান্ড। রিয়ালের গোলটি রোদ্রিগোর। থিবো কোর্তোয়া ৬টি সেভ না করলে ব্যবধান বাড়তে পারত আরও। তবে শেষ দিকে অসংখ্য সুযোগ তৈরি করে রিয়ালের সমতায় ফিরতে না পারাটা হতাশা বাড়াবে বার্নাব্যুর দর্শকদের।
৪৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে আটটি লক্ষ্যে রেখেছিল সিটি। রিয়াল গোলের জন্য ১৬টি শট নিলেও কেবল একটি শটই রাখতে পারে লক্ষ্যে! ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটি এখন ৪ নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্টে নিয়ে রিয়াল আছে সাতে।
আরও পড়ুন<<>> বিপিএল মাতাতে আসছেন দুই সুন্দরী
দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, এদের মিলিতাওরা ছিলেন না চোটের জন্য। কিলিয়ান এমবাপ্পেও খেলতে পারেননি চোট পেয়ে। তবু ২৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বেলিংহামের বাড়ানো বল ধরে বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে গোল করেন রোদ্রিগো। ব্রাজিলিয়ান এ উইঙ্গার ৩২ ম্যাচ পর পেলেন নিজের প্রথম গোল।
৩৫তম মিনিটে রায়ান চেরকির কর্নার কিকে ইয়োস্কা গাভার্দিওল হেড নিয়ন্ত্রণে নিতে পারেননি কোর্তোয়া। সামনে থাকা ও’রিলি খুব কাছ থেকে বল পাঠান জালে। ৮ মিনিট পর রিয়াল হজম করে দ্বিতীয় গোলও। অ্যান্টনিও রুডিগার বক্সে হলান্ডকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
৭৮তম মিনিটে রোদ্রিগোর চমৎকার ক্রসে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ভিনিসিয়ুস। দুই মিনিট পর আর্দা গিলেরের কর্নারে হাত ছোঁয়াতে পারেননি দোন্নারুম্মা। দূরের পোস্টে অরক্ষিত ভিনিসিয়ুস তাড়াহুড়ায় শটই করতে পারেননি ঠিকমতো! ৮৫তম মিনিটে বদলি হয়ে নামা এনদ্রিকের হেড সিটি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বাইরে চলে যায়। তাই অঅর সমতায় ফেরা হয়নি রিয়ালের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































