Apan Desh | আপন দেশ

অর্থ আত্মসাৎ

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:১৩, ১০ ডিসেম্বর ২০২৫

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

আহমেদ আকবর সোবহান।

ন্যাশনাল ব্যাংক থেকে ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে। মোট ১৬ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে। আসামিদের মধ্যে আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বুধবার (১০ ডিসেম্বর) দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, মামলায় আকবর সোবহানের দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান, ন্যাশনাল ব্যাংকের বেশ কয়েকজন পরিচালক এবং সংশ্লিষ্ট কয়েকজনের নাম আছে। তাদের মধ্যে আছেন, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম।

আরও পড়ুন>>>ফসিল ঘোষণার পর দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

মামলার বিবরণীতে বলা হয়, অপর্যাপ্ত জামানত ও ভুয়া আর্থিক বিবরণীর ভিত্তিতে বড় ঋণ অনুমোদন করে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন আসামিরা। ঋণের ৬০০ কোটি টাকা আত্মসাতও করা হয়েছে। 

এতে আরও বলা হয়, বসুন্ধরা ইমপোর্ট-এক্সপোর্ট লিমিটেডের নামে ইস্যু করা ঋণ, নগদ অর্থ উত্তোলন ও বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে অভিযুক্তরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক সূত্র জানায়, অভিযুক্তরা দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন।

আখতার হোসেন বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত সব প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়