Apan Desh | আপন দেশ

বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:২৮, ১৩ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

ছবি : সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় ফিফা প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে। সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ফিফা।

ফিফার তথ্যমতে, গ্রুপ পর্বের মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে, যেখানে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ। 

তৃতীয় ও শেষ ধাপের বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিকিটের উচ্চ মূল্যের কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০-৭০০ ডলার, আর ফাইনালের সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সব ম্যাচের টিকিট কিনলে একজন সমর্থকের খরচ হতে পারে ৭ হাজার ডলারেরও বেশি। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দামকে ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং ফিফার কাছে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন : নতুন রেকর্ড গড়লেন সেই সূর্যবংশী

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫–৪৭৫ ডলার, আর ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। এবার ফিফা প্রথমবারের মতো ‘ডাইনামিক প্রাইসিং’ চালু করেছে, যার ফলে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম বাড়বে বা কমবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়