ছবি: সংগৃহীত
ভারতের পর্যটনরাজ্য গোয়ায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। রোববার (০৭ ডিসেম্বর) সকালে স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ক্লাবের রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। শনিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ক্লাবকর্মীদের পাশাপাশি পর্যটকরাও রয়েছেন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদেরবরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে লিখেছেন, আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ক্লাবটি গোয়ার উত্তরাঞ্চলের আরপোরা এলাকার বাগা বিচে অবস্থিত, যা গোয়ার সবচেয়ে বেশি ভিড় জমা সমুদ্রতীরগুলোর একটি।
আরও পড়ুন<<>>মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানান, রান্নাঘর ও তার আশপাশের স্থান থেকেই সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের বড় অংশই ক্লাবের কর্মচারী ছিলেন। পাশাপাশি কয়েকজন পর্যটকের মৃতদেহও পাওয়া গেছে।
রোববার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার। তিনি সাংবাদিকদের বলেন, আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন। কয়েক জন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা ৩ থেকে ৪ জন হবে।
আগুন কীভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না—তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































