ফাইল ছবি
বছর শেষে মৌমিতা তাশরিন নদী শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন উপহার। গানটির নাম ‘তুমিহীনা’।
বুধবার (১০ ডিসেম্বর) শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে মুক্ত করা হয়েছে গানটি। কথা লিখেছেন নদী নিজেই, সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা।
গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। আর সংগীতায়োজনে ছিলেন হৃদয় হাসিন। এছাড়া রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ। এতে মডেল হিসেবে রয়েছেন নদী নিজেই।
আরও পড়ুন<<>>ভিন্ন অবতারে অপু বিশ্বাস, মুগ্ধ দর্শক
নিজের এ নতুন গান নিয়ে নদী বললেন, গানটি আমার কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। একটু ব্যাখ্যা দিয়ে বলতে গেলে নানা কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করা হয় না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। কিন্তু নিজের ভেতরের যে চাওয়াটা, সেভাবে কোনও গান আমার করা হয়ে উঠছিলো না। সে কারণে এবার কথা, সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্টে নিজে থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত যুক্ত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।
নদী জানালেন, তুমিহীনা গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার নদীমাতৃক প্রোডাকশন থেকে। আর ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে গানটি।
প্রসঙ্গত, নদীর গাওয়া জলছায়া, নিঃশ্বাস, রঙিলা আকাশ, অচিনপুর, মুগ্ধতা, আমারতো কেউ নেই তুমি ছাড়া, দেশি গার্ল, হারানো যাবে না, কথা দিলাম, তোমাকে দেব না হারাতে এবং পোড়ামন ২ সিনেমায় গাওয়া সুতো কাটা ঘুড়ি সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































