Apan Desh | আপন দেশ

আটত্রিশেও ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড়’ মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১০ ডিসেম্বর ২০২৫

আটত্রিশেও ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড়’ মেসি

লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। এমএলএস ইতিহাসে এ কীর্তি এর আগে আর কেউ অর্জন করতে পারেননি।

৩৮ বছর বয়সী মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মৌসুমজুড়েই মেসি ছিলেন দুর্দান্ত। ২০২৫ মৌসুমে ২৯ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তার মোট অবদান ৪৮, যা লিগের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ২৮ ম্যাচে অন্তত তিনটি গোল অবদানের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

এমএলএসে প্রথমবারের মতো এক মৌসুমে ১০টি মাল্টি-গোল ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির। এর আগে সর্বোচ্চ আটটির রেকর্ড ছিল স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের।

আরও পড়ুন<<>>বিপিএল মাতাতে আসছেন দুই সুন্দরী

গত মে থেকে জুলাইয়ের মাঝামাঝি পাঁচ ম্যাচে ধারাবাহিকভাবে বহু গোল করে আরও এক রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে এমএলএসে প্রথম কোনো খেলোয়াড় এভাবে গোলের পর গোল করে একের পর এক পুরস্কার জিতলেন।

মেসি এমভিপি নির্বাচিত হয়েছেন বিশাল ব্যবধানে, ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট। শিরোপা ও ব্যক্তিগত অর্জনের দীর্ঘ তালিকায় যুক্ত হলো আরও একটি সম্মাননা। মেসির ঝুলিতে রয়েছে ৮টি ব্যালন ডি’অর, ২০২২ বিশ্বকাপ, ৩টি দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার, ২টি বিশ্বকাপ গোল্ডেন বল, ৬টি ইউরোপিয়ান গোল্ডেন সু, ৮টি পিচিচি ট্রফি, ১৫ বার আর্জেন্টিনার বর্ষসেরা হওয়াসহ অসংখ্য অর্জন।

মায়ামির সঙ্গে সম্প্রতি মেসি তার চুক্তি নবায়ন করেছেন। ফলে ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত এখনো তিনি জানাননি। তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা, ফিটনেস ঠিক থাকলে মেসি অবশ্যই আগামী বিশ্বকাপে খেলবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়