ছবি: আপন দেশ
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির মনোনীত এমপি প্রার্থী ও জেলা আহবায়ক মো. নজরুল ইসলাম খাঁন (ডা. নজরুল) বলেছেন, "কুড়িগ্রাম-২ আসনে হাজার হাজার শিক্ষিত বেকার তরুন ও যুবকরা রয়েছে। যারা বেকারত্বের গ্লানি নিয়ে পথ চলছে। আমি এমপি নির্বাচিত হয়ে এসব শিক্ষিত বেকারদেরকে কারিগরি ও বৃত্তিমুলক প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে পরিণত করবো। যাতে তারা দেশে ও বিদেশে কারিগরি দক্ষতার মাধ্যমে অর্থ উপার্জন করে পরিবার ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ার পাড় শহীদ বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি প্রার্থী নজরুল ইসলাম খাঁন বলেন, আপনারা যদি একজন সৎ মানুষকে এমপি নির্বাচিত করেন তাহলে তার মাধ্যমে কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন সম্ভব। যদি টাকার মাধ্যমে নিজের ভোট বিক্রি করে অসৎ মানুষকে নির্বাচিত করেন, তাহলে তার দ্বারা এ সমাজে চাঁদাবাজি, দূর্নীতি, ঘুষ সহ অন্যায় ও অবিচার প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন<<>>ব্যারিস্টার ফুয়াদের উপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল
তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে সীমান্তে হত্যা, চোরাচালান, মাদকের বিস্তার সহ মাদক মুক্ত করা হবে কুড়িগ্রাম-২ আসন। এবং ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেবো।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল। অনান্যের মধ্যে জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ফজর আলী হক, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, ফুলবাড়ী উপজেলা সদস্য সচিব লুৎফর রহমান, কাশিপুর ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সমন্বয়ক আইয়ুব আলী, আনারুল ইসলাম, দুলাল হোসেন, বাবুল ইসলাম, ইসরাইল মিস্ত্রি, উপদেষ্টা আব্দুস সামাদ প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































