ছবি: আপন দেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সাংসদ পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্রনেতারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও আইইউসানসের নেতাকর্মীরা। মিছিলটি মেইন গেটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় নেতাকর্মীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; দালালী না রাজপথ, রাজপথ রাজপথ; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; গুলিবিদ্ধ হাদী ভাই, ঘরে থাকার সময় নাই; একশন একশন, ডাইরেক্ট একশন; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও; তুমি কে আমি কে, হাদী হাদী ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন<<>>হল ফিস্টে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের প্রতিবাদ ইবি ছাত্রদলের
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, হাদীর উপর আজকেই গুলি করা হয়নি, আগেও তাকে টার্গেট করা হয়েছে। এটা সিআইয়ের ষড়যন্ত্র, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সিসিটিভি দেখে সন্ত্রাসীকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। জুলাই যোদ্ধারা আজ নিরাপত্তাহীন। এ রাষ্ট্রের দায়িত্ব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়া।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ বলেন, একটি মহল সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে হাদীর উপর হামলা হয়েছে। হাদীর উপর হামলা শুধু কোন ব্যক্তির উপর নয়, গণতন্ত্রের উপর হামলা হয়েছে। ভিন্নমত থাকতেই পারে তা হামলা করে দমন করা যায় না ৷ হাদী সমাজের ন্যায়, সচেতন ও বিপ্লবী একজন মানুষ। এ ঘটনায় প্রতিটি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অতিদ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি৷
ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সুশীলদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাবেন না। আপনারা ভারতের চক্রান্ত থেকে বেরিয়ে না আসলে আপনাদেরও বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হব। ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতো আচরণ করুন ৷ আমরা কাওকে ছাড় দিতে প্রস্তুত নই। যেখানেই হাদীদের উপর হামলা করা হবে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, হাদী ভাইয়ের উপর আক্রমণ বিচ্ছিন্নভাবে নিলে আপনারা চরম ভূল করবেন। ইন্টেরিম ক্ষমতা নেয়ার পরপরই জুলাই যোদ্ধাদের উপর হামলা শুরু হয় ৷ সর্বশেষ সহযোদ্ধা তাহমিদ ও ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা হয়েছে। একটি ঘটনার সঙ্গে আরেকটি মেলালে দেখা যাবে বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সহযোগীরা। তাদের সহযোগীতা করছে ভারত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগেকে নিষিদ্ধ করা হয়নি।
এসময় অতিদ্রুত আওয়ামী লীগেকে নিষিদ্ধ এবং নির্বাচনের আগ পর্যন্ত ভারতের সঙ্গে সমস্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান এ ছাত্রনেতা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































