Apan Desh | আপন দেশ

শ্রীপুরে জামায়াতে ইসলামী যুব-ছাত্র সমাবেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০৪, ৬ ডিসেম্বর ২০২৫

শ্রীপুরে জামায়াতে ইসলামী যুব-ছাত্র সমাবেশ

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গাজীপুর সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার শতাধিক যুবক ও শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দেশের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান তিনি। 

আরও পড়ুন<<>>গাজীপুরে খণ্ডিত পা উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য

গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দল কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতে গণমানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তরুণদের দায়িত্বশীল নাগরিক হয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার আহবান জানান তিনি।

সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে চলমান কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং সমাজ উন্নয়নে দলের উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাম্মদ আবদুল হাকিম। সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইয়াসিন আরাফাত, সভাপতি, গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবির,অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ সমাবেশ যুব ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বর্ধিত করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়