Apan Desh | আপন দেশ

ফের বাবা হলেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৬, ১২ ডিসেম্বর ২০২৫

ফের বাবা হলেন অপূর্ব

ছবি : আপন দেশ

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার মেয়ের বাবা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন ‘আনায়া’। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

জানা গেছে, নিউইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী শাম্মা দেওয়ান মেয়ে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দুইজনেই সুস্থ আছেন।

ফেসবুক পোস্টে নবজাতকের হাতের ছবিজুড়ে দিয়ে অপূর্ব লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের মেয়ের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর এ দম্পতির কোল আলো করে এলো মেয়ে আনায়া। 

আরও পড়ুন : গানটি আমার কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ

এর আগে, ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুইজনের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়