সংগৃহীত ছবি
বর্ষাকাল শেষ হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই ধীরে ধীরে বাড়তে থাকে মেগাসিটি ঢাকার বায়ুদূষণ। শরৎকালে মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছিল। তবে হেমন্তে এসে বেশির ভাগ দিনই বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ রূপে বেড়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আরও পড়ুন>>>জুবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে গাড়িবহর
এদিকে একই সময়ে ২৭৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া ২৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর, আর ১৯২ ও ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর ও করাচি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ, অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে ও অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































