ছবি: আপন দেশ
উৎসবমুখর পরিবেশে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে ।
শুক্রবার( ১২ ডিসেম্বর) ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সুসিল সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক, মাল্টিমিডিয়া, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো নির্বাচনস্থল ছিল আলোচনা, মতবিনিময় ও সৌহার্দ্যের উচ্ছ্বাসে মুখর।
নির্বাচনে বিজয়ী হন—সভাপতি: জুলু রায়হান,সহ-সভাপতি: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক: হেলাল উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক: আরিফ হোসেন লিটন,অর্থ সম্পাদক: জুয়েল শাহ বিকাশ দফতার সম্পাদক: ইমতিয়াজ রহমান, নির্বাহী সদস্য: মো. জসিম রানা, ছোটন সাহা, এম সিদ্দিকুল্লাহ।
আরও পড়ুন<<>>টেলিভিশন সাংবাদিকদের নির্বাচন ঘিরে ভোলায় উৎসবের আমেজ
বিজয় ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে যেমন ছিল আনন্দের উচ্ছ্বাস, তেমনি পরাজিত প্রার্থীরাও জানান সন্তুষ্টি। একই পেশার কর্মী হিসেবে পরস্পরের প্রতি সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয়ে তারা একাত্মতা প্রকাশ করেন। নির্বাচনী প্রতিযোগিতার মধ্যেও কোনো বিরূপতা বা বিভাজন লক্ষ্য করা যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক বলেন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। ফলাফল ঘোষণা ও বিজয়ীদের অভিনন্দন জানানোর মধ্য দিয়ে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন ভোলার গণমাধ্যম অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































