ছবি: আপন দেশ
সৎ ছেলে কর্তৃক কুয়েত ফেরত প্রবাসী মায়ের জায়গাজমি জোর জরবদখলসহ প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সৎ মা ছাফা মোহাম্মদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩ টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় সদর উপজেলার ইকবাল নগরের বাসিন্দা প্রবাসী এ নারীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি একজন কুয়েত প্রবাসী হিসেবে দীর্ঘদিন পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন। তিনি দেশে আসার পর গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিন পার্শ্বে সফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্টা করলে সফা মোহাম্মদের স্বামী মো. সুহেল আহমদ ও তার ১ম স্ত্রীর সন্তান মো. খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে বাঁধা দেয় এবং তাকে ঐ জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন, অন্যতায় তাকে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দেন।
আরও পড়ুন<<>>সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের জনসমাবেশ
ঐ নারী নিজের জীবনের নিরাপত্তার চিন্তায় স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করে।
সংবাদ সম্মেলনে বলেন, ঐ জমির ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি তার সৎ ছেলেকে দিয়েছেন। তারপরও সে নানা কৌশলে আরও ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়। আমি তাকে জমি না দেয়ায় সে প্রতিনিয়িত আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি তার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































