Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ৪ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘ প্রতীক্ষার পর এমন খবর দিল দূতাবাস। ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে  ৭ হাজার ৮৭৩ জন কর্মী মালয়েশিয়া যেতে প্রক্রিয়া সম্পন্ন করলেও দেশটিতে প্রবেশ করতে পেরেছে মোট ১৭৯ জন কর্মী।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ গত ৩ ডিসেম্বর তৃতীয় ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় এসেছেন। এ আগমনের মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশটিতে তিন ধাপে মোট ১৭৯ জন বাংলাদেশি কর্মীর প্রবেশ সম্পন্ন হলো। এর ফলে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ প্রক্রিয়া ধীরে ধীরে গতি পাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন>>>চীনে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মালয়েশিয়ায় সদ্য আগমন করা এই ৬০ জন কর্মীকে প্রাথমিকভাবে থাকার জন্য দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ (সিএলএবি)-এর নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়েরও আয়োজন করা হয়। 

এ ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশন এবং সিএলএবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন আগত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার শ্রম আইন, নিয়ম-কানুন ও অন্যান্য বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়। কর্মজীবনের শুরুতে তাদের বিভিন্ন বিষয়ে জানানো করা হয়েছে।

বাংলাদেশে আটকেপড়া অবশিষ্ট কর্মীদের দ্রুত ও সুষ্ঠুভাবে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়