Apan Desh | আপন দেশ

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:০৬, ১৩ ডিসেম্বর ২০২৫

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

নার্গিস মোহাম্মদি। ছবি : সংগৃহীত

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করেছেন দেশটির নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা। শুক্রবার (১২ ডিসেম্বর) একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

নার্গিসের ভাই মেহদির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্যারিসভিত্তিক ‘নার্গিস ফাউন্ডেশন’।

নার্গিস ফাউন্ডেশন জানায়, আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করেছেন।

খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী। সম্প্রতি নিজের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নার্গিসের স্বামী প্যারিসপ্রবাসী তাঘি রাহমানিও তার স্ত্রীর গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের আরেকজন মানবাধিকারকর্মী সেপিদেহ বাহলিয়ানকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে গভীর রাতে এভারকেয়ারে মির্জা ফখরুল

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন।

এদিকে নার্গিস মোহাম্মদিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার কমিটি। 

এক বিবৃতিতে নোবেল শান্তি কমিটি জানায়, ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে ‘নির্মমভাবে’ গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়