Apan Desh | আপন দেশ

ভিন্ন অবতারে অপু বিশ্বাস, মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৭, ৯ ডিসেম্বর ২০২৫

ভিন্ন অবতারে অপু বিশ্বাস, মুগ্ধ দর্শক

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস : ছবি ফেসবুক থেকে

ছোটবেলা থেকেই নাচ করতেন অপু বিশ্বাস। নাচের জন্য ঢাকায় আসা-যাওয়া করতে করতে সুযোগ মেলে ছোট পর্দায়। নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করা শুরু করেন। এরপর বড় পর্দায় যাত্রা শুরু হয়। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপু বিশ্বাসের। 

ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম ব্যবসাসফল ছবির দেখা পান তিনি। ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তবে জীবনে উত্থান-পতন দেখেছেন অপু।

আরও পড়ুন<<>>গোল্ডেন গ্লোবসের ৮৩তম আসরে মনোনয়ন পেলেন যারা

দীর্ঘ দিন পর নতুন অবতারে দেখা মিলেছে এ ঢালিউড অভিনেত্রীর। যদিও অপু নিজেই জানিয়েছিলেন, এবার দর্শকরা দেখবেন 'ভিন্ন এক অপু বিশ্বাস'-কে। সত্যি তাই, নতুন লুকে তাকে দেখে মুগ্ধ দর্শকরা।

নতুন লুকের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। অপু জানান, ‘জিমে সময় দিচ্ছি, এ বিষয়টা দর্শকদের চোখে পড়েছে। আর কতটা নতুনভাবে আসব, সেটা সিনেমা শেষ করে হলে গেলেই দর্শক বুঝতে পারবেন। আসলে আমি এ 'দুর্বার' সিনেমা নিয়ে এটুকু বলতে চাই, আসলেই একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবে সবাই।

নিজের বর্তমান টিমের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, আমি শুরু থেকেই বলব, আমি একজন লাকি আর্টিস্ট। এবারের যে টিমটা আমি পেয়েছি, লাইক টিম পাইনি, একটা পরিবার পেয়েছি।

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়