দেশের ৩২ বিমা কোম্পানি বর্তমানে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অবস্থানে রয়েছে। এ তথ্য জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। এর মধ্যে ১৫টি জীবন বিমা কোম্পানি ও ১৭টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। বুধবার (o২ জুলাই) রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, কোম্পানিগুলোর আর্থিক কাঠামো, দাবি পরিশোধের সক্ষমতা, সম্পদ ও দায়সহ সার্বিক ব্যবসায়িক অবস্থা বিশ্লেষণ করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে।