
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা পুনর্জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। নানাবিধ নির্যাতনের পরেও কখনও থেমে যায়নি দলের নেতাকর্মীরা। বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণতন্ত্রের প্রশ্নে টানা ১৬ বছর ধরে বিএনপি আন্দোলন করেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (০৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।
আরওপড়ুন<<>>রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে: সালাহউদ্দিন
তিনি বলেন, দলের যেসব নেতাকর্মী অনৈতিক কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের কেউ যেন কারও সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, এ জন্যই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানান রিজভী।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে সারাদেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
যুগ্ম মহাসচিব বলেন, ইতোমধ্যে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধে জড়ালে কোনো ছাড় নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে, বিএনপি কতটা জনপ্রিয়। দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবিও জানান বিএনপির শীর্ষ এ নেতা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।