Apan Desh | আপন দেশ

যে ১০ অ্যাপস স্মার্টফোনের চার্জ বেশি নষ্ট করে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ জুন ২০২৫

যে ১০ অ্যাপস স্মার্টফোনের চার্জ বেশি নষ্ট করে

প্রতীকী ছবি

স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি অভিযোগ ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। এমনকি নতুন ফোনেও মাঝেমধ্যে দেখা যায়, চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ কিছু অ্যাপ্লিকেশনের অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি। আপনি সরাসরি ব্যবহার না করলেও এসব অ্যাপ নিয়মিত ডেটা ব্যবহার, প্রসেসিং ও নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে ব্যাটারির ওপর চাপ ফেলে।

চলুন জেনে নিই কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে ও এর সমাধান কী হতে পারে।

ব্যাটারি খরচ করে এমন শীর্ষ ১০ অ্যাপস

১. ফেসবুক 

ফেসবুক অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, ফিড রিফ্রেশ করে, লোকেশন ট্র্যাক করে ও নিয়মিত নোটিফিকেশন পাঠায়।

২. ইনস্টাগ্রাম

ভিডিও, স্টোরি ও রিলস অটো-প্লে ফিচার ব্যাটারি দ্রুত শেষ করে। এছাড়া ক্যামেরা ও লোকেশন ব্যবহারের ফলে ব্যাটারি খরচ বাড়ে।

৩. স্ন্যাপচ্যাট

রিয়েল-টাইম ক্যামেরা, অটো-সেভ, ম্যাপ লোকেশন ও লাইভ আপডেট ফিচার ব্যাটারির বড় শত্রু।

৪. টিকটক

অবিরাম ভিডিও প্লে, অ্যালগরিদমিক প্রসেসিং ও ব্যাকগ্রাউন্ডে ডেটা আদান-প্রদান—সব মিলিয়ে এটি অন্যতম ব্যাটারি হাঙরি অ্যাপ।

৫. ইউটিউব

ভিডিও স্ট্রিমিং অনেক বেশি প্রসেসিং পাওয়ার নেয়। স্ক্রিন অন রেখে চলা ও অটো প্লে ফিচারের কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়।

৬. গুগল ম্যাপস

লোকেশন ট্র্যাকিং, নেভিগেশন ও ব্যাকগ্রাউন্ডে চলার ফলে গুগল ম্যাপস খুব দ্রুত ব্যাটারি খরচ করে।

৭. নেটফ্লিক্স/স্ট্রিমিং অ্যাপস

ভিডিও কোয়ালিটির ওপর নির্ভর করে ব্যাটারি দ্রুত ড্রেইন হয়, বিশেষ করে যদি আপনি এইচডি বা ফোরকে ভিডিও দেখেন।

৮. মেসেঞ্জার/হোয়াটসঅ্যাপ

বারবার নোটিফিকেশন, ব্যাকগ্রাউন্ড মেসেজিং, ভয়েস কল বা ভিডিও কল—সব মিলিয়ে এগুলোর ব্যবহারে ব্যাটারি কমে যায়।

৯. জুম/ গুগল মিট

ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলো স্ক্রিন, অডিও, ভিডিও ও ডেটা একসঙ্গে ব্যবহার করে ব্যাটারির ওপর প্রবল চাপ ফেলে।

১০. ওয়েদার/লাইভ ওয়ালপেপার

বৃষ্টি, তাপমাত্রা বা লাইভ ব্যাকগ্রাউন্ড আপডেট রাখতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে নিয়মিত ডেটা টেনে নেয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়