Apan Desh | আপন দেশ

এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪২, ২ জুলাই ২০২৫

এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

ফাইল ছবি

চলতি জুলাই মাসে এলপিজি গ্যাসের মূল্য বাড়বে নাকি কমবে—এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বুধবার (০২)। এদিন বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আনুষ্ঠানিকভাবে জানাবে নতুন দর।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো নির্ধারিত চলতি জুলাইয়ের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে মূল্য নির্ধারণ করা হবে। সেই ভিত্তিতেই দেশের বেসরকারি খাতে সরবরাহ হওয়া এলপিজির দাম পুনঃসমন্বয় করবে কর্তৃপক্ষ। এদিন এলপিজির পাশাপাশি ঘোষণা আসবে অটোগ্যাসের নতুন দরও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বুধবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ২ জুন সর্বশেষ দামের সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা হ্রাস পেয়ে নির্ধারিত হয় ১ হাজার ৪০৩ টাকা। একইসঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।

২০২৪ সালে চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে সাত দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা