Apan Desh | আপন দেশ

‘স্বপ্ন’ এখন এলিফ্যান্ট রোডে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১৩, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৪, ৩ জুলাই ২০২৫

‘স্বপ্ন’ এখন এলিফ্যান্ট রোডে

ছবি: আপন দেশ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’এখন এলিফ্যান্ট রোডে। বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১১টায় স্বপ্নর নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। এটি স্বপ্ন’র ৬৮৩ নাম্বার আউটলেট ।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব রিটেইল অপারেশনস সাইফুল ইসলাম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশন আশরাফুল ইসলাম, ফ্রাঞ্চাইজি মো. খাইরুল ইসলাম, মো. মজিবুর রহমান, মোহাম্মদ রাজিব হোসাইন, স্বপ্ন’র বিজনেস এক্সপ্যানশন (ডেপুটি ম্যানেজার) মো. মাহমুদুল হাসানসহ আরও অনেকে।

স্বপ্নের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, ক্রেতাদের সতেজ পণ্য ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করে স্বাস্থ্যকর, নিরাপদ ও জীবাণুমুক্ত পরিবেশে বাজারসেবা প্রদান করার লক্ষ্যে এলিফ্যান্ট রোডের স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের জন্য স্বপ্ন এখন প্রস্তুত।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

আউটলেটের পুরো ঠিকানা : ৩২৩ এলিফ্যান্ট রোড (স্টার কাবাবের বিপরীতে ও ব্র্যাক ব্যাংকের নিচে) । হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার: ০১৯৯৯০৮১০১৩।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়