Apan Desh | আপন দেশ

শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৭, ২ জুলাই ২০২৫

আপডেট: ২২:৩০, ২ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের

সংগৃহীত ছবি

তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে যখন মনে হচ্ছিল জয়টা কেবল সময়ের অপেক্ষা, তখনই যেন নেমে এল ছায়া। শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং লাইনআপ ধসে পড়ে বাংলাদেশ। শেষদিকে জাকের আলির হাফ সেঞ্চুরিতে কিছুটা সম্মান রক্ষা হলেও লজ্জাজনক হার এড়ানো সম্ভব হয়নি। শ্রীলঙ্কার ঘূর্ণির জাদুতে আরেকটি ব্যর্থতার গল্প রচনায় নাম লেখাল বাংলাদেশ।

ম্যাচে দারুণ শুরু এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে গড়েন ২৯ রানের উদ্বোধনী জুটি। এরপর শান্তর সঙ্গে তানজিদের ৭১ রানের পার্টনারশিপে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।

কিন্তু সবকিছুর ছন্দপতন ঘটে নাজমুল হোসেন শান্তর রান আউট দিয়ে। এরপর যেন ধস নামতে থাকে একের পর এক উইকেট পতনে—লিটন দাস: ৪ বলে ০ রান, এলবিডব্লিউ, তাওহিদ হৃদয়: দ্রুত ফিরে যান, মেহেদী হাসান মিরাজ: ০ রান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ: কিছু করতে পারেননি, তানজিদ হাসান: ৬১ বলে ৬২ রানের ইনিংস শেষ হয় হাসারাঙ্গার বলে ক্যাচ দিয়ে।

মাত্র ১০০ রানে ১ উইকেট হারানো দলটি চোখের পলকেই হয়ে যায় ১০৫/৮। জাকের আলির ব্যাটে কিছুটা প্রতিরোধ আসে। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে লড়াই চালিয়ে যান, কিন্তু সঙ্গী বলতে ছিলেন শুধু মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সামনে তখন সমীকরণ— ৯০ বল, দরকার ৮৩ রান, হাতে মাত্র ১ উইকেট।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের স্পিনে এমন লজ্জাজনক ব্যাটিং বিপর্যয় ছিন্নভিন্ন করে দেয় বাংলাদেশের ইনিংস। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়