Apan Desh | আপন দেশ

আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১ জুলাই ২০২৫

আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি

ছবি: সংগৃহীত

সব বিরোধ মিটিয়ে আবারও একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। সব বিভেদের অবসান ঘটিয়ে জোড়া লাগলো তাদের ভাঙা সংসার।

মঙ্গলবার (০১ জুলাই) রিয়ামনি নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, হিরো আলমের সঙ্গে রয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, তাদের হাতে একটি স্ট্যাম্প। পাশে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান খান।

ছবির ক্যাপশনে রিয়ামনি লেখেন, সকল মামলার অবসান ঘটিয়ে একসঙ্গে আবারও জীবন গড়ার সিদ্ধান্ত। এরপর তিনি অ্যাডভোকেট আতিকুর রহমানের নাম উল্লেখ করেন।

আরওপড়ুন<<>>হিরো আলমের যত্নে ব্যস্ত রিয়া মনি

এদিকে, সামজিক যোগাযোগ মাধ্যমে রিয়ামনির পোস্ট ঘিরে মন্তব্যের বন্যা বইছে। নতুন করে জীবন শুরু করার জন্য অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন। কেউ বলেছেন, অভিনন্দন, আবার সুন্দর জীবন গড়ো। কেউবা  দাম্পত্য জীবনের জন্য রইল শুভ কামনা ও ভালোবাসা জানিয়েছেন। তবে অনেকেই আবার কটাক্ষ করতেও ছাড়েননি, আবার নতুন নাটক শুরু হচ্ছে না তো?

রিয়ামনির এ পোস্ট হিরো আলমও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন। সেখানেও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

উল্লেখ্য, হিরো আলমের বাবার মৃত্যুর পর স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। সে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া তখনও চলমান ছিল। তবে পরিস্থিতি পাল্টাতে শুরু করে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনার পর। শুক্রবার (২৭ জুন) বগুড়ার ধুনটে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন হিরো আলম। পরে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বন্ধু জাহিদ। খবর পেয়ে সেখানে ছুটে যান রিয়ামনি। পরে সেখান থেকে হিরো আলমকে ঢাকায় নিয়ে আসেন তিনি।

এ ঘটনার পর থেকেই তাদের মধ্যে মানসিক দূরত্ব কমে আসে। সবকিছু বিবেচনা করে তারা শেষ পর্যন্ত আবার এক হওয়ার সিদ্ধান্ত নেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়