
ছবি : আপন দেশ
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহরে পিকআপ চাপায় সুলতান আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (০৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী (৫০) আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। এ ঘটনায় উদয় ঢালী নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।
আহত উদয় ঢালী জানান, তিনি ভ্যানে করে ধূলিহরে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।