
ছবি: আপন দেশ
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাব্বির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে রাজ্জাক পার্ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সাব্বির সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে।
আরওপড়ুন<<>>‘ন্যায়বিচার-আইনের শাসন প্রতিষ্ঠায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম’
মামলার বাদী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, সোমবার (৩০ জুন) প্রেসক্লাবে সাধারণ সভা আহবান করা হয়। সভায় যোগ দিতে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশের সময় সভাপতি আবুল কাশেমসহ সাধারণ সদস্যদের ওপর মাদকসেবী চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ডিবিসি নিউজের বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমানের মাথা ফেটে যায়।
এছাড়া আহত হন আরও অনেক সাংবাদিক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। হামলায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।