
ছবি: আপন দেশ
কোটা না মেধা? মেধা, মেধা, এ স্লোগানে মুখরিত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ইঞ্জিনিয়ারিং চাকরিতে ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ১১টায় বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েটের শিক্ষার্থীরা।
সেন্ট্রাল লাইব্রেরির সামনে শুরু হওয়া এ কর্মসূচি পরে রুয়েট মেইন গেট হয়ে তালাইমারি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। মিছিলে অংশ নেন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও।
মিছিলে শিক্ষার্থীরা, “প্রকৌশল ক্ষেত্রে অবিচার, এবার চাই ন্যায়বিচার!”, “প্রকৌশলীর সকল পদ, প্রকৌশলীদের অধিকার!”, “একবার তো দিলাম প্রাণ, আবার কেন কোটা চান?” এসব স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং পেশায় কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করাই তাদের দাবি। আন্দোলনকারীরা বলেন, এ প্রতিবাদ কোনো পক্ষের বিরুদ্ধে নয়, বরং প্রকৌশল পেশার মর্যাদা রক্ষায় একটি যৌক্তিক আন্দোলন।
রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, এ আন্দোলন পুরো ইঞ্জিনিয়ারিং সমাজের— মেধার প্রতি অবিচার রোধ করতে এখনই প্রতিরোধ দরকার।
পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, যথাযথ মেধার মূল্যায়ন হলে দেশ পাবে আরও দক্ষ প্রকৌশলী—এ দাবির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।
শিক্ষার্থীদের তিন দফা প্রধান দাবিগুলো হলো: সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে কেবল BSc ডিগ্রিধারীদের পরীক্ষা দিয়ে নিয়োগ নিশ্চিত করা। কোনো কোটা বা বিশেষ সুবিধা নয়। উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে BSc ও ডিপ্লোমা—উভয়ের জন্য সমান পরীক্ষা সুযোগ। BSc ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না—এ মর্মে আইনি গেজেট প্রকাশের দাবি।
আন্দোলনকারীরা জানান, রুয়েট প্রশাসন প্রথম থেকেই এই দাবি সমর্থন করেছে। সাম্প্রতিক এক নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের পদে উভয় ডিগ্রিধারীদের সুযোগ দেয়াও আন্দোলনের একটি প্রাথমিক সাফল্য। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে ও জাতীয় পর্যায়ে বৃহত্তর সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পরবর্তী কর্মসূচি নেয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।