Apan Desh | আপন দেশ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৯, ২ জুলাই ২০২৫

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বিএনপি নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার

ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বুধবার (০২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

নিহত হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হয়। এসময় তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। 

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, তার মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। 

তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন যাবত নয়াবাড়ীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সে জের হিসেবে ঘটছে কি না খতিয়ে দেখতে হবে। এছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও টানাপোড়েন আছে বলে একাধিক সূত্র জানায়। 

এদিকে খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।  তিনি বলেন, স্থানীয় কারো সঙ্গে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়