Apan Desh | আপন দেশ

‘ঢাকায় শুরু হচ্ছে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৩৪, ৩ জুলাই ২০২৫

‘ঢাকায় শুরু হচ্ছে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’

ছবি: আপন দেশ

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অ্যাস্ট্রোনমি প্রতিযোগিতা—‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’। এ বছর প্রতিযোগিতাটির ২০তম আসর।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন চেয়ারপারসন, বোর্ড অফ ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামস রহমান উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও রায়হান কবির সহকারী মহাব্যবস্থাপক, মার্কেটিং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

সাংবাদিক সম্মেলন এ লিখিত বক্তব্য উপস্থাপন করেন, মশহুরুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এ ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘ এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।

 এ ৫ জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবে।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘ এর জন্য আবেদন করবার নিয়ম

১৪ থেকে ১৫ বছর বয়সি স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০১০-২০১১ সাল) এর মধ্যে তারা জুনিয়র গ্রুপ।

১৬ থেকে ১৮ বছর বয়সি স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০০৭-২০০৯ সাল) এর মধ্যে তারা সিনিয়র গ্রুপ।

প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

১. নিবন্ধন ফি: ১০০/- টাকা (মাত্র একশত টাকা)।
২. নিবন্ধন ফি পাঠাতে হবে - বিকাশ নম্বর - ০১৯১৫-৬৫৩৬০৭

গত বছরের মত এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, এপেক্স। সে কারণে এ আয়োজনটির নাম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘।

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে সহযোগিতা করেছে গারডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লি., মিউচূয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। আমাদের আয়োজনের সাথে আরো যারা যুক্ত আছেন- প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়