Apan Desh | আপন দেশ

সাত সকালে বাস-ট্রাকের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৪, ৪ জুলাই ২০২৫

আপডেট: ১০:১৮, ৪ জুলাই ২০২৫

সাত সকালে বাস-ট্রাকের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

ছবি : আপন দেশ

পাবনা জেলার সাঁথিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) সকাল ৬টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি যানবাহনের মধ্যে প্রচণ্ড ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মাধপুর হাইওয়ে থানার ওসি বলেন, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন। খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৭) এবং আতাইকুলা থানার কারিগর পাড়ার ইরাদ আলী প্রামানিকের ছেলে মনসুর আলী (৪০)।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়