Apan Desh | আপন দেশ

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ৪ জুলাই ২০২৫

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

শুক্রবার (০৪ জুলাই) সকালেই কিয়েভজুড়ে ধোঁয়া ও বিস্ফোরকের গন্ধ ছড়িয়ে পড়ে।  

ইউক্রেনের কর্মকর্তারার দাবি, গত তিন বছরের সংঘাতের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা ছিল এটি। স্থানীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, রাতভর চলা এ হামলায় একজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। 

দেশটির বিমানবাহিনীর তথ্যমতে, রাশিয়ার ৫৩৯টি ড্রোনের মধ্যে তারা ৪৭৬টি ভূপাতিত করেছে। রাশিয়া ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়ে। কর্মকর্তারা জানান, ইউক্রেনের নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৬০টি রাশিয়ান ড্রোন ধ্বংস করা হয়েছে।

এদিকে, রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় কিয়েভের হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্র, মেট্রো স্টেশন এবং পার্কিং গ্যারেজে রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতজুড়ে শহরের ওপর দিয়ে ড্রোনের গর্জন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেন, ভয়াবহ ও নির্ঘুম রাত কাটিয়েছে কিয়েভ। এ ধরনের ভয়াবহতা এ পর্যন্ত খুব কমই ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ হামলাকে অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন।

আরওপড়ুন<<>>‘আইএস তহবিলে অর্থ পাঠাত মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিরা’

তিনি বলেন, বৃহস্পতিবার আমাদের শহর ও অঞ্চলে যখন প্রথম বিমান হামলার সাইরেন বেজে উঠতে শুরু করল, তখনই সংবাদমাধ্যমে ট্রাম্প-পুতিন ফোনালাপের খবর আসতে শুরু করেছিল। আবারও প্রমাণ হলো, রাশিয়া যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করার বিন্দুমাত্রও ইচ্ছা দেখাচ্ছে না।

কিয়েভ জানায়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনগুলো সক্রিয়ভাবে রুশ হামলার শুরুতেই তা প্রতিহত করতে থাকে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ধরে ড্রোনের গর্জন আর আঘাত চলতেই থাকে।

হামলায় শহরের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়, বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বহু তলা ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে যায় বলে জানায় ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা। কিয়েভের রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়, এমনকি জরুরি সেবা দিতে যাওয়া পাঁচটি অ্যাম্বুলেন্সও আঘাতপ্রাপ্ত হয়।

ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি—ইরান, ইউক্রেন যুদ্ধসহ নানা কিছু। আমি এই বিষয়ে সন্তুষ্ট নই। পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে কোনো অগ্রগতি করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, না। আজকের (বৃহস্পতিবারের) কথোপকথনে কোনো অগ্রগতি হয়নি।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের সব বক্তব্য রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। ফোনালাপে পুতিন পুনরায় উল্লেখ করেছেন, রাশিয়া তার লক্ষ্য অর্জন করতে চায়, তবে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে তা করা হলে ভালো হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়