Apan Desh | আপন দেশ

‘টকশো-ইউটিউবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন গোলাম মাওলা রনি’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ৪ জুলাই ২০২৫

‘টকশো-ইউটিউবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন গোলাম মাওলা রনি’

ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। টকশো ও ইউটিউবে গোলাম মাওলা রনি মিথ্যচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (০৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন শফিকুল আলম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন।

আরওপড়ুন<<>>‘অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী’

প্রেস সচিব আরও বলেন, সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন!

শহীদ নূর হোসেনের ইতিহাস তুলে ধরে শফিকুল আলম বলেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? এমন প্রশ্ন তোলেন তিনি।

টকশোতে গোলাম মাওলা রনির মিথ্যাচারে উপাস্থাপক কোনো প্রতিবাদ করেননি দাবি করে প্রেস সচিব বলেন, দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সে অনুষ্ঠানে উপস্থাপক এ নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সে অপরাধের অংশীদার হয়ে ওঠেন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়