
কোরিয়ান জনপ্রিয় মিউজিক ব্যান্ড বিটিএস
অবশেষে বিটিএস ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ড ফিরছে নতুন অ্যালবাম ও বিশ্ব ট্যুর নিয়ে। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চ কাঁপাতে প্রস্তুত সাত তারকা।
বিটিএস সদস্যদের সামরিক দায়িত্ব শেষ হওয়ার পর প্রথমবারের মতো লাইভ স্ট্রিমে এসে এ ঘোষণা দেন সাত সদস্যের দলটি। তারা জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন গানের কাজ শুরু করবেন।
লাইভে জিমিন বলেন, হ্যালো সবাই, আমরা ফিরে এসেছি। এরপর পুরো দল জানায়, ২০২৬ সালের বসন্তে আমাদের নতুন অ্যালবাম আসছে। তারা আরও বলেন, এ অ্যালবামের সঙ্গে বিশ্ব ট্যুরও করছি আমরা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আমাদের ভক্তদের সঙ্গে দেখা হবে। তোমরা যতটা উত্তেজিত, আমরাও ততটাই।
আরওপড়ুন<<>>আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি
মঙ্গলবার (০১ জুলাই) ভক্তদের প্ল্যাটফর্ম উইভার্স-এ একটি বিবৃতিতে বিটিএস জানায়, জুলাই থেকে আমরা সাতজন একসঙ্গে নতুন অ্যালবামের কাজ শুরু করব। যেহেতু এটি একটি গ্রুপ অ্যালবাম, এজন্য প্রত্যেক সদস্যের চিন্তা ও অনুভূতি প্রতিফলিত হবে। আমরা একে শুরু থেকেই খুব আন্তরিকভাবে নিচ্ছি।
'আর্মি' নামে পরিচিত বিটিএস ভক্তরা দীর্ঘদিন ধরে এ পুনর্মিলনের অপেক্ষায় ছিলেন। গত মাসে ব্যান্ডের সর্বশেষ সদস্য সুগা সামরিক দায়িত্ব শেষ করেন।
ধারণা করা হচ্ছে, বিটিএস সদস্যরা পর্যায়ক্রমে সামরিক দায়িত্ব শেষ করেছেন, যাতে পুরো দল ছয় মাসের বেশি সময় অনুপস্থিত না থাকে। জে-হোপ, যিনি গত অক্টোবরেই ছাড়পত্র পেয়েছেন, এর মধ্যে একটি একক বিশ্ব ট্যুর শেষ করেছেন। এছাড়া আগামী ১৩ জুলাই 'লোলা পালুজা বার্লিন' ফেস্টিভ্যালে মূল তারকা হিসেবে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, বিটিএস ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। যদিও দলটি গঠিত হয়েছিল তার তিন বছর আগে। তারা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল কেপপ ব্যান্ডে পরিণত হয়েছে। ২০২০ ও ২০২১ সালে বিশ্বের সর্বাধিক বিক্রিত সংগীতশিল্পী ছিলেন তারা। তাদের ছয়টি অ্যালবাম ও সমান সংখ্যক একক গান যুক্তরাষ্ট্রের চার্টে শীর্ষস্থান দখল করে ছিল। সূত্র: বিবিসি
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।