
ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের দ্বীন ইসলাম
দ্বীন ইসলামের জোড়া গোলে অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই হংকং চায়নাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে লাল সবুজে হকি দল।
এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টারে গোলের দেখা মিলেনি। দ্বিতীয় কোয়ার্টারে গোলের আক্ষেপ ঘুচে যায়। ২০ মিনিটে দ্বীন ইসলাম পেয়ে যান ফিল্ড গোল। তাতেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।
পরের দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। ২৬ মিনিটে আবারও গোলের খাতায় নাম লেখান দ্বীন ইসলাম। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় ও শেষ গোল পায় বাংলাদেশ। এবার লক্ষ্যভেদ করেন হাসান অমিত। তাতে বাংলাদেশ মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে।
দুই গোল করে ম্যাচসেরার পুরস্কারটা জেতেন দ্বীন ইসলাম। ‘এ’ তে বাংলাদেশের গ্রুপসঙ্গী হিসেবে হংকং ছাড়াও আছে স্বাগতিক চীন ও বাংলাদেশের দুই প্রতিবেশী পাকিস্তান ও শ্রীলঙ্কা।
দ্বীন ইসলামদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ৫ জুলাই। চীনে একই সময়ে মাঠে গড়াচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ। সেখানেও বাংলাদেশ খেলছে। শুক্রবার (০৪ জুলাই) জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।