Apan Desh | আপন দেশ

‘আইএস তহবিলে অর্থ পাঠাত মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিরা’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৪ জুলাই ২০২৫

আপডেট: ২০:১৯, ৪ জুলাই ২০২৫

‘আইএস তহবিলে অর্থ পাঠাত মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিরা’

মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল

সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে অর্থ পাঠাত জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিরা। এ তথ্য দিয়েছেন দেশটির পুলিশ প্রধান (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল।

শুক্রবার (০৪ জুলাই) বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি। খবর দ্য স্টার, মালয়েশিয়ার।

মালয়েশিয়ান পুলিশ প্রধান বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন।

আরওপড়ুন<<>>আফগানিস্তানে তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি

গোয়েন্দা তথ্যের বরাতে তিনি আরও বলেন, বাংলাদেশিদের ওই চক্রটি অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘উগ্রবাদী মতাদর্শ’ ছড়াচ্ছিলেন। চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে ‘আইএসের জন্য’ অর্থ পাঠাতেন বলে জানান আইজিপি।

মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে বলেও জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জাড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনও পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান পুলিশ প্রধান।

তিনি জানিয়েছেন, যাদের সংশ্লিষ্টতা কম তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের সম্পৃক্ততা বেশি, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ‘অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করবে দুদক’ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’ শেখ হাসিনাসহ ১৭ আসামির প্লট দুর্নীতি মামলার ১ ডিসেম্বর বগুড়ায় দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন জাতিকে একটি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪ অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ শুরু আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ পাকিস্তানের বিমান হামলায় ১০ আফগান নিহত