
ফাইল ছবি।
ভোক্তাপর্যায়ে আরেক দফা কমানো হলো এলপি গ্যাসের দাম। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংস্থাটি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরওপড়ুন<<>>দুদফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
এর আগে জুন মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা ছিল।
এছাড়া অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুন মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা ছিল।
নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪২১ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৭০৫ টাকা, ১৬ কেজির এক হাজার ৮১৮ টাকা, ১৮ কেজির দুই হাজার ৪৬ টাকা, ২০ কেজির দুই হাজার ২৭৩ টাকা, ২২ কেজির আড়াই হাজার টাকা, ৩০ কেজির তিন হাজার ৪০৯ টাকা, ৩৩ কেজির তিন হাজার ৭৫০ টাকা, ৩৫ কেজির তিন হাজার ৯৭৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।