Apan Desh | আপন দেশ

ডোবায় মিলল নিখোঁজ ভাই-বোনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ৪ জুলাই ২০২৫

ডোবায় মিলল নিখোঁজ ভাই-বোনের মরদেহ

ছবি: আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে আপন দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।

শুক্রবার (০৪ জুলাই) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর খাদেমের মাঠ এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) এবং মেয়ে জিন্নাত (৮)। তারা ভাদুঘর শান্তিনগরের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো।

আরওপড়ুন<<>>পিকআপের ধাক্কায় এক ভ্যানচালক নিহত

নিহতদের স্বজন ও স্থানীয়দের ধারণা, ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের খালা ইয়াসমিন বেগম জানান, ওই ডোবায় প্রায়ই শাপলা তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুর ১২টার দিকে শাপলা তুলতে গিয়ে তারা আর ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবার দুই পাশে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। অবহিত করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়