
এনসিপির পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন আহবায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। সীমান্তে এসব হত্যা যেকোনো মূল্যে করা হবে। বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (০৪ জুলাই) সকালে জেলার পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি৷ নাহিদ বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। আমরা যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।
জুলাই পদযাত্রায় জুলাই-আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে।
আরওপড়ুন<<>>শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন: নাহিদ
এনসিপি আহবায়ক আরও বলেন, ঠাকুরগাঁও কৃষিনির্ভর এলাকা হলেও এখানকার কৃষকরা ন্যায্যমূল্য পায় না। ঠাকুরগাঁওসহ যেসব উন্নয়ন বঞ্চিত জেলা রয়েছে, সেসব জেলাগুলোতে কোনো আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য থাকবে না।
নাহিদ বলেন, মুজিব পরিবারের আমলে দেশে জমিদারি চালু ছিল, আমরা তা ভেঙে দিয়েছি। নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হলেও তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে লড়াই করব।
এদিন পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।