Apan Desh | আপন দেশ

মক্কার জুমার খুতবা শোনা যাবে ৩৫ ভাষায় 

ইসলাম ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৪ জুলাই ২০২৫

মক্কার জুমার খুতবা শোনা যাবে ৩৫ ভাষায় 

ফাইল ছবি

পবিত্র মক্কা ও মদিনা। মুসলমানদের প্রাণের দুই শহর। পবিত্র দুই শহরে রয়েছে শ্রেষ্ঠ দুই মসজিদ। এ দুই মসজিদে দেয়া জুমার খুতবা শোনা যায় বিশ্বে যেকোনো প্রান্ত থেকে। এতদিন পাঁচ ভাষায় জুমার খুতবার অনুবাদ সরাসরি শোনার ব্যবস্থা ছিল। এবার ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত জুমার খুতবা। 

শুক্রবার (০৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এ ঘোষণা দেন। এদিন খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করবেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস। সূত্র: সৌদি গ্যাজেট

প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। 

তিনি জানান, বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিমের মাঝে আন্তঃসংযোগ স্থাপন ও সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে সেতুবন্ধন তৈরিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

লাইভ অনুবাদের ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় এ গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা গ্রহণ করতে পারবেন। এটি ধর্মীয় সম্প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়