Apan Desh | আপন দেশ

কবি নির্মলেন্দু গুণের ৮১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ২১ জুন ২০২৫

আপডেট: ১৩:২০, ২১ জুন ২০২৫

কবি নির্মলেন্দু গুণের ৮১তম জন্মদিন আজ

কবি নির্মলেন্দু গুণ

প্রেম, রাজনীতি, দ্রোহ নিয়ে নিরন্তর লিখে চলেছেন কবি নির্মলেন্দু গুণ। ‌আজ তার ৮০তম জন্মদিন। ১৯৪৫ সালের ২১ জুন নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সুখেন্দু প্রকাশ গুণ ও বীণাপাণি দম্পতির তিন মেয়ে এবং দুই ছেলের মধ্যে নির্মলেন্দু গুণ সবার ছোট। মাত্র চার বছর বয়সে মাকে হারান তিনি। 

স্কুলে থাকতেই সাহিত্যে নিজের প্রতিভার পরিচয় দেন। নেত্রকোনা থেকে প্রকাশিত ‘উত্তর আকাশ’ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু গুণের প্রথম কবিতা ‘নতুন কান্ডারী’। 

১৯৬৯-৭০ সালের উত্তাল গণ-আন্দোলনের প্রেক্ষাপটে তিনি লেখেন তার বিখ্যাত কবিতা ‘প্রেমাংশুর রক্ত চাই’। সে সময়ে লেখা ‘হুলিয়া’ কবিতায় তুলে ধরেছেন সমকালীন সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট। ‘স্বাধীনতা, এই শব্দটি কী করে আমাদের হলো’ তার একটি জনপ্রিয় কবিতা। বিভিন্ন সময়ের নানা আন্দোলন-সংগ্রামের কথাও উঠে এসেছে তার কবিতায়। 

আরও পড়ুন<<>>গোপনে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

একে একে ‘অমীমাংসিত রমণী’, ‘দীর্ঘ দিবস দীর্ঘ রজনী’, ‘চৈত্রের ভালোবাসা’, ‘ও বন্ধু আমার’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘তার আগে চাই সমাজতন্ত্র’, ‘চাষাভুষার কাব্য’, ‘অচল পদাবলী’, ‘পৃথিবীজোড়া গান’, ‘দূর হ দুঃশাসন’, ‘নিরঞ্জনের পৃথিবী’, ‘চিরকালের বাঁশি’, ‘দুঃখ করো না, বাঁচো’- এমন অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করে তিনি সমৃদ্ধ করে চলেছেন বাংলা সাহিত্যকে। তার রচিত আত্মজীবনী ও স্মৃতিচারণমূলক গ্রন্থগুলোও পাঠকপ্রিয়তা পেয়েছে।

২০১৬ সালে সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক পেয়েছেন। এর আগে ২০০১ সালে সাহিত্যে অবদানের জন্য একুশে পদক এবং ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি।

শুধু কবিতা রচনাতেই সীমাবদ্ধ নন নির্মলেন্দু গুণ। অবসরে ছবিও আঁকেন তিনি। ২০০৯ সালে শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সামনে তার চিত্রকর্মের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। 

নিজের সম্পর্কে কবি নির্মলেন্দু গুণ বলেন, আমার যা বলবার স্পষ্ট করেই আমি তা বলবার চেষ্টা করি। যা কঠিন, আমার মন তাতে সহজে সাড়া দেয় না, সহজ করে পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। চারপাশের কঠিনের ভিড়ে আমি তাই সহজ করে বলতে জানি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা