Apan Desh | আপন দেশ

নাজনীন আক্তারের সাংবাদিকতা বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৪ জুন ২০২৫

আপডেট: ১৪:০১, ৪ জুন ২০২৫

নাজনীন আক্তারের সাংবাদিকতা বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি: সংগৃহীত

রাজধানীতে ‘বিয়ন্ড বর্ডার্স : দি আর্ট অব রিপোর্টিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (০২ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি লিখেছেন সংবাদ পাঠিকা নাজনীন আক্তার বানু। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন তানিয়া হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিইউজের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, মুনিম খান মুজলিস (অব.) এয়ার কমোডর, পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার, কবি ও সাহিত্যিক শহিদুল্লাহ ফারায়েজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মানুষ মানবিকতা নৈতিকতা থেকে বহু দূরে রয়েছেন। দৃশ্যমান সম্পদের পেছনে ছুটছেন তারা। এ ছোটাছুটির প্রবণতা কমাতে হলে, আসল সত্য জানতে হলে সবাইকে বই পড়তে হবে।

আরওপড়ুন<<>>থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা

সাংবাদিকরা প্রতিদিন সত্য প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু অনেকে তার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন না। এক্ষেত্রে নাজনীন আক্তার বানু একটি শুভ উদ্যোগ গ্রহণ করেছেন। 

ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, একজন নাজনীন শিক্ষকতার পাশাপাশি সংবাদ পাঠ, সঙ্গীত চর্চাও করেন। এছাড়া পরিবারে দায়িত্ব সামলানো ও সন্তানদেরও বড় করেছেন তিনি। একজন মানুষ ইচ্ছে করলে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তিনি আবার গ্রন্থও প্রকাশ করেছেন। নানজীন আক্তারের কাছ থেকেও শেখার আছে আমাদের।

জাফ ল অ্যান্ড ইমিগ্রেশনের সিইও অ্যাড. এম এম নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলী আশরাফ আকন্দ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়