Apan Desh | আপন দেশ

সদরঘাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ৩ জুলাই ২০২৫

সদরঘাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ছবি: আপন দেশ

রাজধানীর পুরান ঢাকার সদরঘাটে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছেন এক তেল ব্যবসায়ী। 

তিনি অভিযোগ করে বলেন, একটি চক্র নিয়মিতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে হামলার শিকার হতে হয়। অভিযুক্ত সুমন ভূঁইয়া ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক।

মঙ্গলবার (০১ জুলাই) রাতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরিফুর রহমান সাদ্দাম নামে এক তেল ব্যবসায়ী এ অভিযোগ করেন।

তেল ব্যবসায়ী সাদ্দামের দাবি, সুমন ভূইয়া, জাকির ও গিয়াস নামে তিন ব্যক্তি ও একটি চক্র নিয়মিত চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এ চক্র আমার তেলের ট্যাংকারে হামলা করে। আমার কর্মচারীদের মারধর ও আমার বড় ভাইকে লাঞ্ছিত করা হয়েছে।

থানায় একাধিকবার অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলেও তিনি জানান। সাংবাদিকদের উদ্দেশে সাদ্দাম বলেন, আমি অনুরোধ করবো, আপনারা সত্য তুলে ধরুন। যেন আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিকদলের আহবায়ক সুমন ভূঁইয়া অভিযোগ নাকচ করে বলেন, আমি এসব অভিযোগকে পাত্তাই দিচ্ছি না। যারা এসব বলছে, তারা চায় বিএনপির বদনাম হোক।

সুমন ভূঁইয়া আরও বলেন, সদরঘাটে সেনাবাহিনী টহল দেয়। এখানে কারও চাঁদাবাজি করার ক্ষমতা নেই। আমি রাজনৈতিকভাবে সচেতন একজন মানুষ ও এলাকার মানুষ জানে আমি কেমন। বিএনপির নামে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে।

পাল্টা অভিযোগ করে সুমন ভূঁইয়ার দাবি, কিছু আওয়ামীপন্থি ব্যক্তি ও স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ রয়েছে। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমি ২৮ তারিখে এ থানায় যোগদান করেছি। তাই অভিযোগটি সম্পর্কে আমি অবগত নই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়