Apan Desh | আপন দেশ

জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুর

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৪ জুলাই ২০২৫

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

নুর-রাশেদ। ফাইল ছবি

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে।

গত ৩১ মে ঘটনার পর জাতীয় পার্টি মামলা করতে চাইলে কোতোয়ালী থানা তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। বৃহস্পতিবার (০৩ জুলাই) আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

বরিশাল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন: নাহিদ

তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা নেয়নি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

জলিল আরও জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এসআই ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ মে নগরীতে জাপার মিছিলে হামলা করে গণঅধিকার পরিষদ। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেদম মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করে।
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়