ত্রিশেই ১২ হাজার কোটি টাকার মালিক লিপা
মাত্র ৩০ বছর বয়সেই নিজের আয়ে ১২ হাজার কোটি টাকার মালিক বনে গেছেন ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা। শুক্রবার (২২ আগস্ট) নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন তিনি। ‘লেভিটেটিং’, ‘হটার দ্যান হেল’, ‘প্রিজনার’-এর মতো বেশ কিছু জনপ্রিয় গানের এ শিল্পী যে শরণার্থী পরিবারের সন্তান, তা আজ আর কারও মনে নেই।
০৯:০১ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার