চিত্রনায়িকা অপু বিশ্বাস
এক সময় দেশীয় চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় ছিলেন অপু বিশ্বাস। সারাদেশের সিনেমা হলগুলোতে তার অভিনীত ছবি দেখতে লাইন ধরতেন দর্শকরা। তবে সময়ের বিবর্তনে সেটি এখন অতিত। নায়িকাও নানা কারণে অভিনয় থেকে দুরে ছিলেন। অবশেষে আবারও রূপালি পর্দায় ফিরছেন ঢালিউড কুইন খ্যাত এ অভিনেত্রী।
এ বছর শুরুতেই একের পর এক নতুন সিনেমায় যুক্ত হয়ে নিজের ব্যস্ততা বাড়িয়েছেন অপু। ইতোমধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’—এ দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিংও শুরু করেছেন অপু। এ দুই কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লেখালেন এক সময়ের তারকা অভিনেত্রী।
নতুন এ প্রজেক্টের নাম ‘শিকার'। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এটি একটি ওয়েব ফিল্ম। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকারের চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন ডিওপি সাইফুল শাহিন।
আরও পড়ুন<<>>নতুন রূপে জয়া, ভক্তরা বলছেন ‘টাইমলেস বিউটি’
এদিকে নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেককে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’।
এদিকে অপু বিশ্বাস এখন আরও দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। এ দুটি সিনেমার শুটিং চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































