Apan Desh | আপন দেশ

সিনেমায় ফিরছেন ডলি জহুর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৬ জানুয়ারি ২০২৬

সিনেমায় ফিরছেন ডলি জহুর

ছবি: আপন দেশ

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন ডলি জহুর। দেড় যুগের বেশি সময় ছিলেন সিনেমার বাহিরে। এবার সামনে এলো তার দুটি সিনেমার খবর।

জানা যায়, দিয়া প্রডাকশনের ব্যানারে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’। সিনেমাটি পরিচালনা করছেন ইয়ামিন ইলান। সম্পূর্ণ মৌলিক এক পারিবারিক গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।

নির্মাতা জানান, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না। তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। তার আশা, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।

এদিকে, শুরু হয়েছে সিনেমাটির শেষ অংশের শুটিং। সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ‘দম’ সিনেমায় আফরান নিশোর মায়ের চরিত্রেও দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। এ সিনেমার শুটিংও শেষের দিকে। ‘দম’ সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে। নির্মাণাধীন এ সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

গত বছরের শেষ দিকে কাজাখস্তানে সিনেমাটির বড় অংশের দৃশ্যধারণ করা হয়েছে। আসছে রমাজনের ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, সত্যি বলতে সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা-বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়।

তিরি আরও বলেন, তা ছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমি নিয়মিত কাজ করি এবং দেখা হয়। তাই, সব মিলিয়ে এসব কারণে এ দুই সিনেমায় কাজ করা।

দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। দুই বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে বিশেষ অবদানের কারণে ২০২১ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে একুশে পদকও লাভ করেন এ কিংবদন্তি অভিনেত্রী।


আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়