Apan Desh | আপন দেশ

গায়ে হলুদে নাচলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ১৭ জানুয়ারি ২০২৬

গায়ে হলুদে নাচলেন পূজা চেরি

জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি

দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। বর্তমান প্রজন্মের ভক্তদের মধ্যে সাড়াজাগানো এ চিত্রনায়িকা রোমান্টিক সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। তারপর একের পর এক উপহার দিয়েছেন হিট সিনেমা। ফলে দর্শকমহলে তৈফা হয়েছে তার গ্রহণযোগ্যতা। সেটি এখন অবধি ধরে রেখেছেন পূজা।

সম্প্রতি এ অভিনেত্রী খবরের শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওতে। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া। ভাইরাল হয়েছে পূজার গায়ে হলুদের একটি ভিডিও, যা ভক্তমহলে কৌতূহল তৈরি করেছে। সেখানে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও।

একটি সূত্র জানায়, বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না এটি। এটি হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য। সে ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও। ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও পূজা। 

আরও পড়ুন<<>>সমস্যা কোথায়, প্রশ্ন হিমির

অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এ সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া প্রায় এক দশক পর এ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। 

এর আগেও 'দম' সিনেমার শুটিংয়ের জন্য কাজাখস্তানে পুরো টিম অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়