Apan Desh | আপন দেশ

ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরীমনি

অভিনেত্রী পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমনি। ইতিমধ্যেই অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে মা হওয়ার পর আর তেমন কাজ নিয়ে ব্যস্ততা নেই তার। নানা আয়োজন আর সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে সরব থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন পরী।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে। পরীমনি এ সিনেমায় অভিনয় করছেন। আগামী বছর এপ্রিলে শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ২০২০ সালে এ সিনেমাটি শুটিং শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়ে যায়।  

আরও পড়ুন<<>>তারেক রহমানকে নিয়ে যা বললেন বাঁধন

২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে পরীমনির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

সামাজিক মাধ্যমে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। পোস্টে নির্মাতা লিখেছেন—এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। সে পোস্টের নিচে পরীমনি মন্তব্য করে বলেছেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী পরীমনি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়